সংবাদদাতা বুলবুল আহমদ : হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ১২৯ কেজি চাল, ১০টি খালি বস্তা, ১টি মোবাইলসহ অবৈধ ভাবে খাদ্যদ্রব্য মজুদ রাখার অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, গত ৭মে (বৃহস্পতিবার) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প র্যাব- ৯ এর অপারেশন কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার ও ১জন আসামীকে গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। মৌলভীবাজার জেলার সদর থানাধীন সিলেট রোডস্থ বড়হাট এলাকা থেকে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ১২৯ কেজি চাল, ১০টি খালি বস্তা, ১টি মোবাইলসহ অবৈধ ভাবে উক্ত খাদ্যদ্রব্য মজুদ অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মৌলভীবাজার জেলা সদও উপজেলার বলিয়ার বাগ গ্রামের আব্দুল মক্তাদির তরফদার এর পুত্র মিফতাউর রহমান তরফদার (৩৫)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply