,

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা জাপা নেতা মুনায়েম চৌধুরী’র মৃত্যুতে আতিকের শোক

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুনায়েম চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ¦ আতিকুর রহমান আতিক। সংবাদপত্রের প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন- মরহুম মুনায়েম চৌধুরী জাতীয় পার্টির এক নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও অপর এক বিজ্ঞপ্তিতে জাপা নেতা মুনায়েম চৌধুরী’র মৃত্যুতে শান্তি প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল। তিনি বলেন-মরহুম মুনায়েম চৌধুরী রাজনীতির পাশাপাশি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর ভাবে মরহুমে বিদেহী আত্মার শোক শান্তি প্রকাশ করছি এবং মরহুম পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় জাপা নেতা মুনায়েম চৌধুরী গত ঢাকার ইবনেসিনা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। শুক্রবার সকাল ১০টায় চুনারুঘাট ডিসিপি হাইস্কুলের ভিতরের মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.