,

মৌলভীবাজারে পুলিশ ও নার্সসহ ৫ জনের করোনা পজেটিভ 

সংবাদদাতা বদরুল আলম চৌধুরী : মৌলভীবাজারে নতুন করে পুলিশ ও নার্সসহ ৫ জন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, রাজনগর, কমলগঞ্জ ও মৌলভীবাজার সদরের বাসিন্দা। গতকাল ১০মে (শনিবার) রাতে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই ৫ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মৌলভীবাজার জেলায় সর্বমোট  ৪০ জনের করোনা সনাক্ত হলো। জেলায় করোনার উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যু হয়। মারা যাবার পর ৩ জনের শরিরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। অন্যদিকে মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীসহ ১১ জন করোনায় আক্রান্ত হওয়ায় চিকিৎসা সেবা সীমীত করা হয়েছে। শুধু খোলা রাখা হয়েছে ইমারজেন্সী বিভাগ, করোনা আইসোলেশন ইউনিট ও ডাইলাসিস বিভাগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.