বদরুল আলম চৌধুরী, মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার সদর উপজেলায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ তাওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন করে আক্রান্ত সবাই সদর উপজেলার। সবাইকে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। এরা সকলই পুরাতন রোগীদের নিকট আত্মীয় এদের সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন। এরা সবাই শহরের বাসিন্দা। তিনি আরও জানান, ঢাকা ল্যাব থেকে এই তথ্য জানানো হয়। এনিয়ে মৌলভীবাজারের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এদিকে সদর হাসপাতালে ১০ জন চিকিৎসক ও নার্স এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের নেতা সৈয়দ মফচ্ছির আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজার জেলার তালিকায় রেখেছে। এছাড়াও এপ্রিল মাসে বড়লেখায় একজন করোনার উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হলে,টেস্ট করে তার করোনা পজেটিভ পাওয়া যায়। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছে। এরিমধ্যে তিনি অনেকটা সুস্থ। এই দুইজন হিসাবে নিলে মৌলভীবাজারে মোট আক্রান্ত ৫০ জন। এদিকে গত ৪ এপ্রিল রাজনগরে পান দোকানদার মারা যান। আর তিনিই ছিলেন মৌলভীবাজারের প্রথম করোনা আক্রান্ত রোগী।
Leave a Reply