স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও তেঘরিয়া ইউনিয়নে সরকারি সহায়তার চাল এবং বিভিন্ন ধরণের ভাতা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় করোনা ভাইরাস মোকাবিলায় অব্যাহত সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করেন তিনি। গতকাল ১১মে (সোমবার) সকাল ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ৯৩৩ জনের মাঝে বয়স্ক, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি রিচি ইউনিয়নে উদ্বোধন করেন দুই শতাধিক উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের। এ সময় রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকেই নিজের নির্বাচনী এলাকার গ্রাম-শহরে ছুটে বেড়াচ্ছেন মানুষকে সচেতন করতে। হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিশেষ ওএমএস কার্ডধারী ৬ সহশ্রাধিক লোককে দিয়েছেন বিনামূল্যে চাল। তার এই সচেতনতামূলক কর্মসূচির প্রসংশা করছেন নানা শ্রেণী-পেশার লোকজন।
Leave a Reply