-
- uncategorized
- ১১ মে (সোমবার) সচেতন নাগরিক কমিটির কর্মকান্ড
- আপডেট সময় মে, ১২, ২০২০, ১:৪৮ অপরাহ্ণ
- 385 বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তিঃ বহুলা-ধুলিয়াখাল এলাকায় সচেতন নাগরিক কমিটির উদ্যোগে জীবানুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারাভিযান ।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দিনব্যাপী সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের বহুলা, ধুলিয়াখাল, বিসিক শিল্পনগরী, জেলা কারাগার এলাকা সমূহে জীবানুনাশক স্প্রে করা এবং জনসচেতনতামূলক ব্যাপক প্রচারনা চালানো হয়।
এর আগে সোমবার বেলা ১১টায় সচেতন নাগরিক কমিটির জেলা আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন বহুলা গ্রাম থেকে দিনের কার্যক্রম উদ্বোধন করেন। দিনব্যাপী কার্যক্রমে অংশগ্রহন করেন জেলা কমিটির সিনিয়র সদস্য মীর দুলাল, কেয়ার মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান সবুজ, মোঃ সমরাজ মিয়া, মুঞ্জর আলী প্রমূখ।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির স্বেচ্ছাসেবকেরা স্ব-স্ব এলাকায় নিয়মিত ভাবে জীবানুনাশক স্প্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
এই বিভাগের আরো খবর
Leave a Reply