স্টাফ রিপার্টার : বানিয়াচংয়ে নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে গ্রাম্যদাঙ্গায় মহিলাসহ মহিলাসহ ২০ জন আহত হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে ও এলাকায় থমথমে অবস্থার বিরাজ করছে। ১৪ মে (বৃহঃবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা সদরের মজলিশপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সুত্রে জানাযায় মহল্লার পঞ্চাইতে জলমহাল লিজ ও টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে মহল্লার সর্দার আবুল কালাম ও একই মহল্লার আবুল কালামের মধ্যে তর্কের সূত্র ধরে মহল্লার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন ও তদন্ত ওসি প্রজিত কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। আহত মতিউর রহমানের স্ত্রী মুর্শেদা বেগম (৩৫), গোলাপ উদ্দিনের পুত্র গনু মিয়া (৩৮), নশা মিয়ার পুত্র মেহের আলী (৩২)সহ সকল আহতদের বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়েছে।
এব্যাপারে বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন জানান করোনার মধ্যেও মজলিশপুর গ্রামের লোকজন দাঙ্গায় লীপ্ত হয়েছে যা খুবই দুঃখ জনক। পুলিশ প্রাণপন চেষ্টা করে দাঙ্গা রোধ করেছে। যদি আবারো এই গ্রামসহ যেকোন গ্রামে দাঙ্গার ঘটনা ঘটে তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply