,

এলাকাবাসীর তোপের মূখে ২দিন ধরে কাজ বন্ধনবীগঞ্জের বাউসায় শাখা বরাক নদীর উপরে ব্রীজ নির্মানে দূনীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউশা নাদামপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শাখা বরাক নদীর উপরে ব্রীজ নির্মানে অনিয়ম দূর্নীতির অভিযোগ করেন এলাকাবাসী। বিক্ষোদ্ধ এলাকাবাসীর তোপের মূখে গত ২দিন ধরে ওই ব্রীজের কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের আওতায় প্রায় ২৩ লক্ষাধীক টাকা ব্যয়ে শাখা বরাক নদীর উপরে প্রায় ৩মাস পূর্ব থেকে ব্রীজ নির্মান কাজ চলে আসছে, আইনগাঁও-নবীগঞ্জ সড়ক থেকে প্রায় ৩ফুট নিচু ব্রীজ হওয়াতে বর্ষা মৌসুমে স্থানীয় এলাকাবাসী নৌকা যোগে চলাচল করতে বিঘœতার সৃষ্টি হবে মর্মে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও টিকাদারী প্রতিষ্ঠান চৌধুরী এন্টার প্রাইজ এতে কর্ণপাত না করায় গত বৃহস্পতিবার থেকে উক্ত ব্রীজের কাজ বন্ধ করে এলাকায় এর বিরোদ্ধে বাউশা ও নাদামপুরবাসী গণ স্বাক্ষর অভিযান চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান চৌধুরী এন্টার প্রাইজের পক্ষে সাব ঠিকাদার টুটুল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিডিউল মোতাবেক নিয়মনীতির মাধ্যমেই তারা ব্রীজের কাজ করছেন। এলাকাবাসীর অভিযোগের কথাকে তিনি অনিয়মতান্ত্রিক বলে দাবী করেন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করলেও তার সাথে আলাপ করা সম্ভব হয়নি। অভিযোগকারী সোহাগ আহমদ, শাহ তৌহিদ মিয়া সহ আরো অনেকেই বলেন ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়ম দূর্নীতির মাধ্যমে উক্ত ব্রীজের কাজ করাতেই এলাকাবাসী উত্তাল হয়ে উঠছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.