মাধবপুর প্রতিনিধি : করোনার কারনে কর্মহীন হয়ে যাওয়া শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের পাশে দাঁড়ালেন হবিগঞ্জের মাধবপুরে নহর প্রাইভেট কোম্পানী লিমিটেড। গতকাল ১৪মে (বৃহস্পতিবার) ওই কোম্পানির উদ্যোগে নোয়াপাড়া ইউনিয়নের শতাধিক সুবিধা বঞ্চিত ও কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌছে দেন নহর কোম্পানীর লোকজন। এ সময় উপস্থিত ছিলেন নহর প্রাইভেট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জালাল মিয়া, ব্যাবস্থাপনা পরিচালক মুখলেছুর রহমান জুয়েল, পরিচালক পরিকল্পনা এবং উন্নয়ন ইঞ্জিনিয়ার মোঃ আবিদুর রহমান, পরিচালক অর্থ আব্দুর রউফ, পরিচালক মার্কেটিং শাহ আজিজুর রহিম, পরিচালক মোশারফ হোসেন প্রমুখ।
Leave a Reply