বদরুল আলম চৌধুরী, মৌলভীবাজার সংবাদদাতা : দুর্ঘটনায় মারাত্মক আঘাত প্রাপ্ত হুমায়ুনের পাশে দাড়িয়েছে আত্নবিশ্বাসী একদল তরুণের মানবতার সেবায় নিয়জিত সামাজিক সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার।
গত ১৪মে (বৃহস্পতিবার) সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দের উপস্থিতিতে কামালপুরের নকশা মিস্ত্রি অসুস্থ হুমায়ূনের মায়ের হাতে
চিকিৎসা ও অপারেশন জন্য ৬২ হাজার টাকা ও একটি কোরআন শরিফ, জায়নামাজ এবং তাসবীহ হস্তান্তর করা হয়েছে। জানাযায়, গত (০৩-০৫-২০২০) তারিখে কাজের মধ্যে ছাঁদের উপর থেকে পরে গিয়ে হাটু গুড়ালি,উরু,হাত ও কমরের বেশ কয়েকটি জায়গার হাঁড় ভেঙে যায়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় নিতান্তই অসহায় হুমায়ুনের পরিবার। তার পরিবারের পক্ষে
চিকিৎসা খরচ বহন করা অসম্ভব হয়ে পরে। প্রাথমিকভাবে এলাকার বৃত্তবানদের সাহায্য সহযোগিতায় দুইটি অপারেশন সম্পন্ন করা হয়।
তার ধারাবাহিকতায় হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সল্প সময়ের মধ্যে সংগঠনের প্রবাসী ও দেশে অবস্থানরত সদস্যগনের চেষ্টায় ৬২ হাজার টাকার সহায়তা প্রদান করা হয় । সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন মানবতাবতার সেবায় নিয়জিত সামাজিক সংগঠন। সব সময় কামালপুর ইউনিয়নের অভ্যন্তরে আর্থমানবতার সেবা ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে চলমান রাখতে আমাদের সকল সেচ্চাসেবী সদস্য ঐক্যবদ্ধ। আমরা সবাই একসাথে ইউনিয়নের জন্য কাজ করলে একদিন আমাদের ইউনিয়ন জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হবে। তারা আরও বলেন,বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধে আমাদের সচেতনতা মূলক প্রচার প্রচারণা ও সেবা মূলক এবল জনকল্যাণকরমূলক সকল কার্যক্রম ইউনিয়ন ব্যাপী অব্যাহত থাকবে।
Leave a Reply