,

বাহুবলে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে অন্তঃসত্ত্বা  মহিলা গুরুতর আহত

স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার পল্লীতে বসতঘরে ঢোকে অন্তঃসত্ত্বা এক মহিলা এবং তার পরিবারকে মারধোর করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার রসুলপুর গ্রামে গতকাল, শনিবার (১৬ই মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের রাসুলপুর গ্রামের ওয়াব উল্লাহ চৌধুরীর সাথে প্রতিবেশী অলি মিয়ার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওয়াব উল্লাহ চৌধুরী ও তার লোকজন অলি মিয়ার নাম ধরে গালিগালাজ করতে থাকে,এসময় অলি মিয়ার স্ত্রী শাকিরা বেগম ওয়াব উল্লাহ চৌধুরীর কাছে গালিগালাজের কারণ জানতে চাইলে কিছু বুঝে উঠার আগেই ওয়াব উল্লাহ চৌধুরীর নেতৃত্বে তার ভাই নওয়াব উল্লাহ, ভোদন মিয়া, ওয়াব উল্লাহ চৌধুরীর ছেলে হাসান চৌধুরীসহ তাদের লোকজন দাড়ালো দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে শাকিরা বেগমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আশপাশের লোকজন শাকিরা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এমতাবস্থায় শাকিরা বেগমকে বাঁচানোর জন্য তার স্বামী অলি মিয়া ও ছেলে মুজিবুর এগিয়ে গেলে ওয়াব উল্লাহ চৌধুরী ও তার লোকজন তাদেরকেও মারধোর করে। বর্তমানে শাকিরা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবার সুত্রে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.