,

করোনা মোকাবেলায় সরকারী বিধি মেনে সবাইকে এক সাথে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, করোনা মোকাবেলায় সকল শ্রেণি পেশার মানুষকে সরকারী স্বাস্থ্য বিধি মেনে কাজ করতে হবে। তাহলেই মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা করোনা থেকে মুক্তি লাভ করতে পারি। তিনি বলেন, জানি দেশের বেশির ভাগা মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। কিন্তু এই দুঃসময়ে সবাইকে ধর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। সময় হয়তো আরো খারাপ হতে পারে, তাই বলে আমাদের ধর্য্যে হারালে চলবে না। বাঙালী বীরের জাতি ইনশা-আল্লাহ আমরা এই মহামারি করোনা থেকেও মুক্তি পাব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে কটিয়াদি সিএনজি মালিক ও শ্রমিকদের মাঝে গতকাল খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর পূর্বে তেঘরিয়া ডিজিটাল পদ্ধতিতে ইউনিয়ন পর্যায়ে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধিভাতার প্রদান কার্যক্রম পরিদর্শণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.