হামিদুর রহমান রাজু : মাধবপুরে আরো ১ যুবকের করোনা সনাক্ত হয়েছে। আজ রবিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসা যুবকটি মাধবপুর পৌর এলাকার গঙ্গানগরের বাসিন্দা। ৩০ বছর বয়স্ক ওই যুবকটি ঢাকার গোপীবাগে নরসুন্দরের পেশায় নিয়োজিত ছিল। গত ১৪ মে তার স্যাম্পল গ্রহন করে প্রেরন করা হলে আজ রবিবার রাতে পরীক্ষা পজিটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন জানিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত যুবককে হবিগঞ্জে পাঠানো হয়েছে।
Leave a Reply