সংবাদদাতা : শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাজন আহমেদ রানার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল, রোববার (১৭ মে), উপজেলার রাজাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাজন আহমেদ রানাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। এসময় সন্ত্রাসী কাজে ব্যবহারকৃত একটি দা ও উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীর। এ ঘটনায় সাজন আহমেদ রানা শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছেন। সাজান জানান, তার বাড়ির পাশে রাস্তায় গাড়ির পার্কিং নিয়ে ও গাড়ি সড়ানো নিয়ে উত্তেজিত হয়ে বখাটে সন্ত্রাসীরা এক পর্যায়ে তাদের গাড়ির ভিতর থেকে দা বের করে আঘাত করে। এসময় মা ও বোন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপরেও চড়াও হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন, খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং তাকে উদ্ধার করে নিয়ে আসি।এসময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নিচ্ছেন।
Leave a Reply