,

মাধবপুরে সরকারী ৪৫০কেজি চাউল জব্দ ব্যবসায়ীকে ১৫দিনের কারাদন্ড

হামিদুর রহমান : মাধবপুরে গরীরদের মাঝে নাম মাত্র ১০টাকা কেজি মূল্যের ৪৫০ কেজি চাউল জব্দ করা হয়েছে সরকারী চাউল অবৈধভাবে রাখার দায়ে মনোরঞ্জন (৩৬)নামে এক ব্যবসায়ীকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনূভা নাশতারান। গতকাল ১৮মে (সোমবার) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগদীশপুর তেমুনিয়ায় এলাকায় অভিযান চালিয়ে বস্তাগুলো উদ্ধার করে।প্রত্যক্ষদর্শি সূত্র জানায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের পুরাতন তেমুনিয়ায় মনোরঞ্জন সরকারের পরিচালনাধীন ব্যবসা প্রতিষ্টান বিজয় সেন্টারের গোডাউন ভিতর থেকে সরকারী সীলমোহরকৃত বস্তা উদ্ধার করে। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানাযায়,জগদীশপুর ইউনিয়নে ১২শ’র অধিক লোকের মাঝে ১০ টাকা কেজি মূল্যের চাউল বিক্রির জন্য এনাম খান ও নাছির খান নামে দুজন ডিলার রয়েছে। তারা খাদ্য গোদাম থেকে চাউল উত্তোলন করে গত রবিবার থেকে বিক্রি করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী মোবাইল ফোনে একাধিকবার কল করেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.