-
- নবীগঞ্জ, প্রথম পাতা
- নবীগঞ্জে চ্যানেল এস ও প্রাউড টু সিলেটি সংগঠনের উদ্যাগে কর্মবঞ্চিত ৭০টি পরিবারের মাঝে ত্রান বিতরন
- আপডেট সময় মে, ২১, ২০২০, ১:৪৬ অপরাহ্ণ
- 332 বার পড়া হয়েছে
উত্তম কুমার পাল হিমেল : নবীগঞ্জে করোনা ভাইরাসে ৭০টি কর্মবঞ্চিত পরিবারের মাঝে চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল ও প্রাউড টু বি সিলেটি হোয়াইটস আপ গ্রুপ ক্রিয়েটার মৌলভীবাজার বাসিন্ধা যুক্তরাজ্য প্রবাসী মকিস মনসুরসহ সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগীতায় কোভিড ১৯ মহামারী মোকাবেলায় ত্রান বিতরন করা হয়েছে। গতকাল ২০মে (বুধবার) বিকালে প্রধান শিক্ষক চন্দ্র নিখিল সুত্রধরের সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদ শিশু শিক্ষা একাডেমিতে অনুষ্টিত উক্ত ত্রান বিতরন অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নবীগঞ্জ ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রোটারিয়ান রঙ্গলাল রায়, পৌর কাউস্নিলর জাহেদ চৌধুরী,চ্যানেল এস হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাহাদাত মুক্তা, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন,সাংবাদিক সলিল বরন দাস। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলী হাসান লিটন, নাবেদ মিয়া, আলাল মিয়া, কালাবরপুর প্রাথিমক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ। উল্লেখ্য নবীগঞ্জ কালা ভরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধরের প্রিয় ছাত্র প্রাউড টু সিলেটি হোয়াইটস আপ গ্রুপ ক্রিয়েটার মৌলভীবাজার বাসিন্ধা যুক্তরাজ্য প্রবাসী মকিস মনসুরসহ অন্যান্য নের্তৃবৃন্দের আর্থিক অনুদানে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৬০টি পরিবারের মাঝে ১ হাজার টাকার পণ্যসামগ্রী এবং ১০টি পরিবারের মাঝে ৫ হাজার টাকার পণ্যসামগ্রী প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
Leave a Reply