-
- শেষের পাতা, হবিগঞ্জ সদর
- শিক্ষানুরাগী, দানবীর শচীন্দ্র লাল সরকারের মৃত্যুতে হবিগঞ্জ সচেতন নাগরিক কমিটির শোক প্রকাশ
- আপডেট সময় মে, ২২, ২০২০, ২:৫১ অপরাহ্ণ
- 424 বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি : মধুমিতা ক্লথ স্টোরের মালিক, শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও দানবীর শচীন্দ্র লাল সরকারের মৃত্যুতে হবিগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির সকল স্তরের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শচীন্দ্র লাল সরকারের মৃত্যুতে হবিগঞ্জ জেলাবাসী একজন মহান সমাজ সংস্কারক হারিয়েছেন। শুধু মানুষকে ভালোবেসে তাঁর কষ্টার্জিত সমুদয় সম্পদ দিয়ে গড়ে তুলেছেন অনন্য সব শিক্ষা প্রতিষ্ঠান। তিনি ১৯৯৮ সালে হবিগঞ্জ শহরের উপকন্ঠে বানিয়াচং উপজেলার নাগুড়া ফার্ম এলাকায় ১০ একর জায়গার উপর ৪ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করেন শচীন্দ্র কলেজ। যা আজ হবিগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী কলেজে পরিনত হয়েছে। ৬৫ জন ছাত্র নিয়ে সাধারণ কলেজ হিসেবে চালু হয়ে বর্তমানে অনার্স কলেজে উন্নিত হয়ে ২৫৫০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এছাড়াও তিনি হবিগঞ্জে প্রতিষ্ঠা করেছেন বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজ, শ্রী চৈতন্য সংস্কৃত মহাবিদ্যালয়, নীরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলেজ মসজিদ, শ্যামসুন্দর সেবা ট্রাস্ট, হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে শিক্ষা বিস্তারে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হল।
এই বিভাগের আরো খবর
Leave a Reply