,

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার 

সংবাদদাতা বদরুল আলম চৌধুরী : করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জেলা প্রশাসনের মাধ্যমে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে “খাদ্য সহায়তা” দেয়া হয়েছে। আজ ২৩ মে দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর মাধ্যমে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এ উপহার সামগ্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সুাধংশু শেখর হাওলাদার, দুরুদ আহমদ, মাহমুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, সহ-সাংগঠনিক চিনু রঞ্জন তালুকদার, অর্থ সম্পাদক মুকিত ইমরাজ ও আহমেদ পায়েলসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে ধন্যবাদ জানান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনসহ সংশ্লিষ্ট সকলকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.