March 23, 2025, 5:28 am

এম.এ মুনিম চৌধুরী বাবু ১০ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেননবীগঞ্জ-বাহুবল আসনের এমপি, জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয় পার্টির সভাপতি

মোঃ তাজুল ইসলাম ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ১০ দিনের এক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। তিনি আগামীকাল রবিবার সকাল ৭.৩০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা পৌছবেন। পরে সকাল ৯.৪৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। ওইদিন বিকাল ৩.৩০ মিনিটে লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছবেন। তিনি সেখানে অবস্থানকালে দলী নেতাকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করবেন এবং বিভিন্ন অনুষ্ঠান মালায় যোগদান করবেন। তিনি আগামী ২৭ মে বুধবার দেশে ফিরবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তিনি সময় সল্পতার জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সাথে যোগাযোগ করতে না পাড়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.