চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৩নং দেওর গাছ চাঁনপুর চা-বাগনের বাসষ্ট্যান্ড এর পাশের একটি বাড়ীতে পরিবারের কেউ না থাকায় নরেছ রায়ের পুত্র নিখিল রায় (২২) গতকাল রবিবার দুপুরে নিজ ঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগীয়ে আত্মহত্যা করে। জানা যায়, গতকাল ঐ সময় পরিবারের অন্যান্য সদস্যরা পার্শ্ববর্তী অন্য এক বাড়ীতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যায়। আর এই সুযোগে নিখিল রায় আত্মহত্যা করে। খবর পেয়ে চুনারুঘাট থানার এস.আই আশরাফুজ্জামান লাশটি সুরতহাল রিপোর্ট করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
Leave a Reply