স্পোটর্স রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে পেশাদার ফুটবল লীগের ৫ম ম্যাচে মোস্তফাপুর ইউনাইটেড এফসি ৬-২ গোলে কৈখাইড় এসসিকে পরাজিত করেছে। জয়ী দলের পক্ষে সইবুর ডাবল হেট্রিক করেছে। মোস্তফাপুর মাদ্রাসা মাঠে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং ইনাতগঞ্জ ইউপির চেয়ারম্যান আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফাপুর মাদ্রাসার সভাপতি আব্দুল খালিক। অনুষ্ঠান পরিচালনা করেন সাহেনশাহ লিমন। স্বাগতিক দল মোস্তফাপুর ইউনাইটেড এফসির পক্ষে সইবুর এবং কৈখাইড় এসসির পক্ষে সিলন ও ফয়েজ একটি করে গোল করেছে। আগামীকাল সোমবার বিকালে বক্তারপুর মাঠে নাদামপুর এফসি বনাম বিবিয়ানা এফসি খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply