,

নাইজেরিয়ান রেষ্টুরেন্টে মানুষের মাংস বিক্রি !

সময় ডেস্ক ॥ নাইজেরিয়ার অ্যানামব্রা এলাকার হোটেল রেষ্টেুরেন্টে মানুষের মাংস বিক্রি করার অভিযোগ। সন্দেহজনক বাসিন্দারা বলেন, ‘রেষ্টুরেন্টে ক্রেতাদের জন্য মানুষের মাংস রান্না করা হয়েছে বলে পুলিশ গুজব ছড়িয়েছে। পুলিশ রেষ্টুরেন্টটি ঘেরাও করলে রক্তসহ মানুষের মাথা পায় এবং এ সময় রক্ত প্লাষ্টিকের ব্যাগে ভরে নিষ্কাশন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গ্রেনেড এবং মোবাইল উদ্ধার করে। এবং এই কাজে জড়িত থাকার সন্দেহে ১০জনকে আটক করে। একজন পুরোহিত রেষ্টুরেন্টে খেয়ে বিল দিতে গিয়ে অবাক হয়ে বলেন, ‘ছোট এক পিস মাংস খেয়ে ৭০০ নাইওর অথবা ৩.৫০ মিলিয়ন ডলার বিল আসায় সন্দেহ হয়। গত বছর অষ্ট্রেলিয়ায় মার্কাস ভলকিকে তার বান্ধুবী হত্যা করে রান্না করে এবং ব্রাজিলে মানুষের মাংস রান্না করার দায়ে ১জন পুরুষ এবং ২জন নারীকে আটক করা হয়। ইয়াহু ডট থেকে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.