সময় ডেস্ক ॥ টি-টোয়েন্টি ক্রিকেটে চার-ছক্কার বৃষ্টি ঝরান বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে বলতে গেলে মাশরাফি-রুবেলদের মতো বোলাররা অনেকটা অসহায়। কেননা তাদের ওপর দিয়ে স্টিম রোলার চলে যায়। এসব ‘অসহায়’ বোলারদের পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। জানালেন, টি-টোয়েন্টিতে আইসিসির বোলিংয়ের নিয়মে পরিবর্তন আনা দরকার। বোলারদের কথা মাথায় রেখে ওভারে দুটি বাউন্সারের দাবি জানান ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার। এ বিষয়ে ভারতে প্রাক্তন দলপতি রাহুল দ্রাবিড় বলেন, ‘মানুষ এখন ভাবতে শুরু করেছে, টি-টোয়েন্টিতে ব্যাটসম্যান ও বোলাররা সমান সুযোগ পাচ্ছে না। ব্যাট ও বলে সমতা রাখা উচিত। আমি মনে করি, এই ফরম্যাটে বোলাররা অনেকটা অসহায়। তাদের কথাও আমাদের মাথায় রাখা প্রয়োজন। তাই আইসিসির বোলিংয়ের নিয়মে পরিবর্তন আনা দরকার, যাতে করে ব্যাটসম্যানদের মতো বোলাররাও সুবিধা পায়। তিনি আরো বলেন, ‘বোলারদের প্রধান অস্ত্র বাউন্সার। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতি ওভারে দুটি বাউন্সারের প্রচলন শুরু করা ভালো। ওভারের প্রথম বলে বাউন্সার দিলেও ব্যাটসম্যানরা মাথায় রাখবে পরেরটাও বাউন্সার হতে পারে। যা ব্যাটসম্যানদের মাঝে আতঙ্ক ছড়াতে বোলারদের জন্য সহায়ক হবে।
Leave a Reply