বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাংঙ্গর এলাকার পুতারবিল নামক স্থানে বেপড়োয়া ইমাগাড়ীর ধাক্কায় এক মাছুম বাচ্চা মৃত্যু পথযাত্রী। আহত সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুর ১২টার দিকে পুতারবিল এলাকার মকছুদ আলীর চার বছরের শিশু পুত্র আবু হাছান কে ঐ বেপড়োয়া ইমাগাড়ী দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে আবু হাছানের নাক মুখ এবং শরীর ফেটে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক বাচ্চাটির প্রচুর রক্তক্ষরন হওয়ায় এক ব্যাগ রক্ত দিয়ে সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা ঘাতক ইমা গাড়ীটি আটক করলে চালক পালিয়ে যায়। এঘটনা ঐ এলাকায় যানচলাচল ঘন্টাখানেক বন্ধ ছিল।
Leave a Reply