,

বানিয়াচঙ্গে সৌর বিদ্যুতের সুফল বিষয়ক সভা অনুষ্ঠিত

মাওঃ হাবিবুর রহমান ॥ মহাগ্রাম বানিয়াচঙ্গের ছাত্র শিক্ষক সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ ইউনিয়নবাসীকে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্সের ডিজিটাল সেন্টার থেকে যে কোন তথ্য প্রযুক্তি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ১৬ মে শনিবার বিকেলে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম ও সৌর বিদ্যুতায়নের সুফল বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় কয়েকজন ইউডিসি উদ্যোক্তা ছাড়াও শতাধিক ছাত্র, শিক্ষক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বানিয়াচং উপজেলা ইউডিসি উদ্যোক্তা ফোরামের সভাপতি ও ৪নং বানিয়াচং ইউ.পি’র উদ্যোক্তা আনছার আলী জানান শেখ হাসিনা সরকার ইউডিসিতে দ্রুতগতি ইন্টারনেট (বিটিসিএল এর ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক) ও সৌর বিদ্যুৎ দেয়ার ফলে সার্বক্ষনিক তথ্য প্রযুক্তি সেবা দেয়া সম্ভব হচ্ছে। সাথে সাথে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) এর কম্পিউটার ল্যাবেও প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। তিনি ইউডিসি থেকে প্রদত্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান ও নাগরিকত্ব সনদপত্র, কম্পিউটার প্রশিক্ষণ, স্কাইপে কথোপকথন, মেইল, কম্পোজ, চাকুরীর আবেদন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পাবলিক পরীক্ষার ফলাফল, সরকারী ফরম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট, ছবি তোলা ও প্রিন্ট ইত্যাদি সেবা গ্রহণের আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.