,

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় স্বাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত ॥

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান ও তার ছেলে জেএমবি’র আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীমসহ ৬ আসামীর বিরুদ্ধে স্বাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কড়া নিরাপত্তায় তাদের মধ্যে ৫ জনকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালে-২ এর বিচারক মাফরুজা পারভীনের আদালতে হাজির করা হয়। আদালতে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সাক্ষী কৃষ্ণ দেবনাথ। সাক্ষগ্রহণ শেষে আদালত আগামী ৯ আগস্ট মামলার পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করেন। আদালতে হাজির অন্য আসামীরা হলো- আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ ও বেলাল হোসেন ওরফে তামীম। মামলার অপর আসামী জেএমবি সদস্য সালাউদ্দিন ওরফে সালেহীন পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। সোমবার যে মামলাগুলোতে সাক্ষ্য নেয়া হয়েছে সেগুলো হলো- শহরের সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে এবং জেলা ও দায়রা জজ আদালতে বিস্ফোরণ মামলা। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.