,

কেয়া চৌধুরী এমপিহাসপাতাল থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সর্বত্র মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে ॥

বাহুবল প্রতিনিধি ॥ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বাহুবল অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনপদ। এখানকার মানুষ সুবিধা বঞ্চিত। এ জনপদকে এগিয়ে নিতে অপরাজনীতি ত্যাগ করে সকলকে নিবেদিত ভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে হাসপাতাল থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সর্বত্র মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল সোমবার বিকেল ৩টায় বাহুবল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৫ম সভায় সভাপতির ভাষণে উপরোক্ত কথা বলেন। হাসপাতাল মিলনায়তনে তার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুলায়মান খান-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল-মজীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট্রি সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা আর.সি ঘোষ, উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, আবাসিক মেডিকেল অফিসার ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.