,

বিয়ের জন্য প্রস্তুত নন দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন প্রেম করছেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। এদিকে তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়ে ঠিক হওয়াটা সময়ের অপেক্ষা। কিন্তু নিজের বিয়ে নিয়ে কোনো তাড়া নেই দীপিকার। রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছেদ পড়লে রণবীর সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে দীপিকার। অন্যদিকে ক্যাটরিনার সঙ্গে রণবীরের তৈরি হয় প্রেমের সম্পর্ক। তাদের প্রেম এখন বিয়ে পর্যন্ত গড়ানোর অপেক্ষা। কিন্তু দীপিকা এবং রণবীর সিংকে নিয়ে যতই জল্পনা চলুক, সেই সম্পর্কে বিয়ের জল লাগতে অনেক দেরি। এমনটাই বলেছেন দীপিকা পাড়ুকোন। পিকু সিনেমার সাফল্যের পর ক্যারিয়ারে একেবারে তুঙ্গে থাকা দীপিকা বলছেন, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। বিয়ে নিয়ে কোনো তাড়া নেই তার। এখন তার একমাত্র লক্ষ্য ভালো কাজ করে যাওয়া। দীপিকা বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যবসাসফল ‘ওম শাস্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে। এরপর একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বক্সঅফিসে সবচেয়ে বেশি একশো কোটি সিনেমা উপহার দেওয়া নায়িকাও তিনি। সে কারণে ক্যারিয়ারটাকে হয়তো আরো সামনে এগিয়ে নিতে চান এ অভিনেত্রী। সূত্র : রাইজিংবিডি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.