,

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম খেজুর’র

শর্য্যা পাশে পৌর মেয়রস্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী গুরুতর (২য় পৃষ্ঠায় দেখুন) অসুস্থ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর’কে দেখতে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে যান। গত বুধবার রাতে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী কিছুক্ষন অসুস্থ সাংবাদিকের শর্য্যা পাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর সুন্দর আলী, তরুন সমাজ সেবক দিপু চৌধুরী, পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী এবং অসুস্থ সাংবাদিকের সহোদর সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির। পৌর মেয়র এ সময় কর্তব্যরত ও চিকিৎসা সংশ্লিষ্ট ডাক্তারের সাথে সাংবাদিকের চিকিৎসা নিয়ে কথা বলেন। পাশপাশি তার রোগ মুক্তি কামনা করেছেন। উল্লেখ্য, গত ১৮ মে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে ব্রেইনষ্টোক করেন। বর্তমানে সিলেট রাগিব-রাবিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কিছুটা সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন তার সহোদর ভাই সাংবাদিক জাকিরুল ইসলাম। অসুস্থ সাংবাদিকের সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার ও নবীগঞ্জ প্রেসক্লাব’র নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.