,

যুক্তরাজ্যে সংবর্ধনা দিয়েছে ম্যানচেস্টার জাতীয় পার্টিএম.এ মুনিম চৌধুরী বাবু এমপি’কে

লন্ডন প্রতিনিধি ॥ যুক্তরাজ্য জাতীয় পার্টি গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে নবীগঞ্জ-বাহুবল (হবিগঞ্জ-১) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২১শে মে বৃহস্পতিবার ম্যানচেস্টারের স্থানীয় খন্দকার রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ম্যানচেষ্টার জাতীয় পার্টির চেয়ারম্যান মান্নান খান। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আল-জিয়া সাদিকের পরিচালনায় প্রবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন সাহেদ আহমদ। সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ট্রাষ্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সুফি খন্দকার, হাফিজুর রহমান, আব্দুল মন্নাফ, কবি মোঃ ইলিয়াস, মোহাম্মদ শাহনেওয়াজ, সাংবাদিক গাওছুল ইমাম চৌধুরী সুজন, শাহ এম.এ মুনিম, মহিবুর রহমান বাবু, গনী চৌধুরী, আজাদ মিয়া, সাব্বির চৌধুরী, ওয়েস আহমেদ কামালী, সৈয়দ সাদেক আহমেদ, মিসবা উদ্দিন সায়েম, জাফর আহমেদ, সৈয়দ সাদেক আহমেদ, মিসবা উদ্দিন সায়েম, সৈয়দ আমিনুর রশিদ খোকন, শফিক মিয়া, ইফতেকার আহমেদ ইবলুল, তুলসী ভুমিক, ইকবাল সমুজ, দেওয়ান আব্দুর নুর, ফারুক আহমেদ, মোস্তাক আহমেদ, জসীম বেলাল আহমেদ, মাইনুল আহমেদ, জাহাঙ্গীর, হাজী মসুদ মিয়া, হান্নান মিয়া প্রমুখ। সংবর্ধিত অতিথি এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন কারায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন। তিনি নির্বাচিত হওয়ার পর নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ব্যপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি খুব শিঘ্রই বিবিয়ানার গ্যাস নবীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম শাহ্ এ.এম.এস কিবরিয়ার হবিগঞ্জ-নবীগঞ্জ ও বাহুবল অঞ্চলকে বিনিয়োগের উপযুক্ত স্থান উল্লেখ করে প্রবাসীদের বিনিয়োগের আহবান জানান ও প্রবাসিদের যে কোন ধরনের সহয়তার আশ্বাস প্রদান করেন। সভা শেষে ম্যানচেস্টার জাতীয় পার্টির পক্ষ থেকে হারুন মিয়া সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.