,

ক্রিস গেইলের বিয়ে!

সময় ডেস্ক ॥ টুইটার কিংবা ফেসবুক, সারাক্ষণই মজার মজার ছবি পোস্ট করতে দেখা যায় ক্রিস গেইলকে। কখনও পানশালায় কোনো বান্ধবীকে নিয়ে, কখনও বা দামি গাড়িতে- গেইলের ছবিগুলো দেখে বোঝা মুশকিল, তার সত্যিকারের বান্ধবী কে? এহেন গেইলই কি না শেষ পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসেই জ্যামাইকার কিংসটাউনে তার বিয়ে। পাত্রী কে, তা এখনও জানা যায়নি। তবে তার বিয়ের খবরটা প্রথম দিয়েছেন আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উঠতি তারকা শরফরাজ খান। গেইলের সঙ্গে তার ভীষণ বন্ধুত্ব হয়েছে আইপিএলের সময়। আর দেশে ফেরার আগে নাকি গেইল তাকে বিয়ের আমন্ত্রণ জানিয়ে গেছেন। শরফরাজ খান বলেন, ‘দারুণ সময় কেটেছে গেইলের সঙ্গে। সে আমার স্বাস্থ্য নিয়ে প্রায়ই মজা করত। যখন কোনো মোটা মানুষ দেখত আমার দিকে তাকিয়ে বলতো ওনার মতো হইও না। সে আমাকে মিস্টার পান্ডা বলে ডাকত। মিষ্টি একেবারেই খেতে দিত না। যাওয়ার আগে সে বলে গেছে, আগামী মাসে জ্যমাইকায় তার বিয়ে। বিয়েতে যেতে বলেছে আমাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.