March 18, 2025, 11:09 pm

সালহ উদ্দিনকে হাসপাতালের ছাড়পত্র

সময় ডেস্ক ॥ ভারতের মেঘালয় রাজ্যের নেগ্রিমস হাসপাতাল কর্তৃপক্ষ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ উল্লেখ করে ছাড়পত্র দিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে শিলংয়ে অবস্থানরত সাংবাদিক সুব্রত আচার্য বলেন, বুধবার সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের আদালতে হাজির করানো হবে বলে পুলিশ জানিয়েছে। গত ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। ১২ মে সালাহ উদ্দিনকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন তাকে উদ্ধার করে একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। এদিনই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ। এরপর সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার শিলংয়ের একটি আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন তার স্ত্রী। এ বিষয়ে ২৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.