March 23, 2025, 2:17 pm

হবিগঞ্জে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ

এম.এ.আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে সুরমা আক্তার নামের ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। নিহত সুরমার মৃত নিয়ে রহস্যেও ধম্রজালের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, ধুলিয়াখাল গ্রামের মোছাব্বির রহমানের স্ত্রী সুরমা আক্তার গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ী থেকে হঠাৎ করে নিখোজ হয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে তার আত্মীয় স্বজনার খোজাখুজি করে তাকে পায়নি। পরবর্তীতে রাত সাড়ে ৯টার বাড়ীর পাশ্ববর্তী কবরস্থানের পূর্বে অবস্থিত একটি পুকুরের পশ্চিম পাড়ে সুরমাকে মাঠিতে পাওয়া যায়। এ সময় তার স্বামী মোছাব্বির, দেবর মাসুকুর রহমান ও এলাকাবাসী নিহতের মৃত দেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর তাকে দেখার পর নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা এসে ভীড় জমায়। এ খবর পেয়ে এস.আই কৌশিক হাসপাতালে গিয়ে নিহতের লাশটি দেখেন। এসময় সুরমা আক্তারের স্বামী মোছাব্বির রহমান ও তার দেবর মাসুকুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে যায়। রাতে এ রিপোর্ট লেখা আগ পর্যন্ত মোছাব্বির রহমান ও মাসুকুর রহমান থানায় আটক রয়েছেন। নিহতের স্বামী বিরতিহীন গাড়ির ড্রাইভার ও তার দেবর বিরতিহীন গাড়ির হেলপার। স্বামীর পরিবারের দাবী সুরমা আক্তারের জ্বিনের ধড়া ছিল। তাকে জ্বিনে ডাক দিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, নিহত সুরমা আক্তার খুব ভাল মানুষ ছিলেন। জ্বিনে ধড়ার বিষয়টি কু-সংস্কার তাকে কেউ তুলে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। জ্বিন মানুষের মধ্যে নেই। মুলত মানুষই জ্বিন । মানুষ নামের জ্বিনেরা তাকে হত্যা করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.