এম.এ.আই সজিব ॥ চুনারুঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস.আই সুদ্বিপ রায়, এস.আই মোঃ ইকবাল বাহার ও এ.এস.আই মুসলিম উদ্দিনের নেতৃত্বে চুনারুঘাট পৌরসভার চন্দনা এলাকা থেকে মোঃ মামুন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জানা যায়, এসময় তার কাছ থেকে একটি বস্তার ভেতর থেকে ওয়াট ম্যাজিক (১০) ম্যাডুয়েলস (১০) উদ্ধার করা হয়। এসময় চুনারুঘাট উপজেলার কুখ্যাত মাদক সম্রাট দক্ষিণ হাতুন্ডা গ্রামের হাজী আঃ রশিদের পুত্র ছাদেক মিয়া ও অপর মাদক সম্রাট তৈয়ব আলীর পুত্র আঃ শহিদ পালিয়ে যায়। মামুন মিয়া গাজিপুর এলাকার গুপরখলা গ্রামের আক্তার হোসেনের পুত্র।
Leave a Reply