,

বানিয়চঙ্গে ইমাম কর্তৃক কিশোরী ধর্ষণের অভিযোগ হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার দিঘলবাগ জামে মসজিদের ইমাম আঃ হেকিম (৩০) কর্তৃক এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে আসলে সেখানে ওই লম্পট ইমাম তার লোকজন বাধা সৃষ্টি করলে জনতার ধাওয়া খেয়ে সটকে পরে। ধর্ষিতার পিতা জানান, উপজেলার কাউরিয়া কান্দি গ্রামের ক্বারী মোঃ মোস্তফা মিয়ার পুত্র হাফেজ আঃ হেকিম সম্প্রতি ওই মসজিদে ইমামতির চাকুরী নেয়। আরবী পড়ানোর সুবাদে গত মঙ্গলবার সকালে ছাত্র/ছাত্রীকে বিদায় করে তার মেয়ে খালেদা আক্তার (১৫) কে পরে যেতে বলে। এক পর্যায়ে কৌশলে মসজিদের পাশে থাকা ইমামের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোর পুর্বক ধর্ষণ করে। তাকে বিয়ে কারার আশ্বাস দিয়ে বিষয়টি ক্উাকে না বলার জন্য বলে । পরে রক্তাক্ত অবস্থায় তার বাড়ীতে গিয়ে কাদতে থাকলে বিষয়টি পিতা অনুভব করে এবং লম্পট হেকিমকে এ বিষয়ে জিঞ্জাসা করিলে শিকার করে তার মেয়েকে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। তার কথা বার্তা সন্দেহ হলে বিষয়টি গ্রামের মুরুব্বিয়ানদেরকে অবগত করিলে লম্পট হেকিম গত শনিবার শালিশ বৈঠকে সে অস্বীকার করে। এদিকে দিনে দিনে অসুস্থ হতে থাকলে গতকাল রবিবার দুপুরে খালেদা কে তার পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারী পরিক্ষার জন্য নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে লম্পট হেকিম প্রভাবশালী নেতাদেকে নিয়ে হাসপাতালে এসে ডাক্তারী পরিক্ষায় বাধা সৃষ্টি করে খালেদা কে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তাদের শুর-চিৎকারে হাসপাতালে থাকা লোকজন সংবাদকর্মীরা ছুটে এসে হেকিম গংদের হাত থেকে তাকে উদ্ধার করেন এবং লম্পট হেকিমের ছবি তুলতে চাইলে তার সঙ্গে থাকা নেতারা ও সে তেড়ে আসে। এসময় সাংবাদিকরা সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে লম্পট হেকিম ও তার সাথে থাকা নেতারা পালিয়ে যায়। এ ব্যাপারে বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.