হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে স্টাফ কোয়াটার এসএসসি পরিক্ষায় পাশ করেও নাম্বার কম পাওয়ায় জে কে এন্ড এইচ কে স্কুল এন্ড কলেজের ছাত্রী আত্মহত্যা করেছে। জানা যায়, গতকাল রবিবার দুপুরে এঘটনাটি ঘটে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়াটার এলাকার বাসিন্দা গণপূর্ত বিভাগের ইলেক্ট্রিকশিয়ান মহসিন করিমের কন্যা মিতু আক্তার (১৭) ওই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরিক্ষা দেয়। গত শনিবার রেজাল্ট প্রকাশ হয়। মিতু জি পি এ ৩.১১ নাম্বার পেয়ে সে উর্ত্তীণ হয়। এর পরও তার মন আনন্দীত হয়নি তার সহপাঠিরা ভাল রেজাল্ট করায় এ দুঃখ সইতে না পেরে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। বাসায় বাকরুদ্ধ হয়ে পড়ে। সে মনে মনে স্থির করে এ জীবন রেখে আর লাভ কি, গতকাল ওই সময় সকালে অগোচরে তার বাসার পিছনের থাকা আম গাছের ডালে উড়না দিয়ে (২য় পৃষ্ঠায় দেখুন) ফাঁস লাগায় । পরিবারে লোকজন মিতু কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমোদিত সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
Leave a Reply