,

কোচের পদ থেকে পেলের ছেলে বরখাস্থ

সময় ডেস্ক ॥ মাত্র চার মাসের চাকুরি শেষে ব্রাজিলিয়ান দ্বিতীয় সারির ক্লাব মোগি মিরিম থেকে বরখাস্থ করা হয়েছে ফুটবল কিংবদস্তী পেলের ছেলে এডিনহোকে। মোগি মিরিম ক্লাবের সভাপতি এবং বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সাবেক সদস্য রিভালদো বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়েস্টের সাথে গোলশূন্য ড্র করার একঘন্টার মধ্যেই ৪৪ বছর বয়সী এডিনহোকে কোচের পদ থেকে বরখাস্থ করা হয়। এক বিবৃতিতে রিভালদো বলেছেন, দূর্ভাগ্যবশত: পেশাদার ফুটবল পুরোটাই ফলাফলের উপর নির্ভরশীল। এডিনহো তার কাজের প্রতি দারুণ আনুগত্য প্রদর্শন করেছেন। কিন্তু ছেলেরা সেটা নিতে পারেনি, যার ফলাফল আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি। আমাদের প্রত্যাশার কিছুই পূরণ করতে পারেনি তারা। তাই আমি বিশ্বাস করি পরে আফসোস করার থেকে এখনই দলে পরিবর্তন জরুরি। চার ম্যাচের মেয়াদে এডিনহোর অধীনে মোগি মিরিম দুটিতে ড্র এবং দুটিতে পরাজিত হয়েছে। সিরি-বি টেবিল তালিকায় ক্লাবটি বর্তমানে নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। মোগি মিরিমের দায়িত্ব গ্রহণের আগে এডিনহো সান্তোসের সহকারী কোচ ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.