,

এইডস নির্মূলের পন্থা!

সময় ডেস্ক ॥ এইচআইভি ভাইরাস নির্মূলে বিজ্ঞানীরা নতুন কৌশল আবিষ্কার করেছেন। নতুন এই পদ্ধতিতে এইচআইভি ভাইরাসের কোষে শর্করা ও পুষ্টি উপাদানের সরবরাহ বন্ধ করে দিয়ে সেটিকে মেরে ফেলা যাবে। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন মেডিসিন ও ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির গবেষকরা এই আবিষ্কার করেছেন। পিএলওএস প্যাথোজেনস নামের জার্নালে এ সম্পর্কিত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এইচআইভি ভাইরাস মানবদেহের রোগ প্রতিরোধী কোনো কোষে আক্রমণের পর তা থেকে প্রচুর পরিমাণ শর্করা ও পুষ্টি উপাদান শোষণ করে পুরো শরীরজুড়ে ব্যাপকভাবে বিস্তৃত হয়। রোগপ্রতিরোধী কোষ থেকে ওই শর্করা ও পুষ্টি উপদানগুলোর বের হওয়ার সুইচটি চিহ্নিত করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে ওই সুইচটি বন্ধ করে দিয়ে দেখতে পান যে এতে এইচআইভি ভাইরাস শুকিয়ে মরে যাচ্ছে। এই আবিষ্কার ক্যানসারের চিকিৎসায়ও কাজে লাগবে। কারণ ক্যানসার কোষগুলোও এভাবেই শর্করা ও পুষ্টি উপাদান শুষে দেহে বংশ বিস্তার ঘটায়। এই আবিষ্কারের ফলে এই প্রথমবারের মতো হয়তো বিজ্ঞানীরা এইচআইভি ভাইরাসের ব্যাপকহারে বংশবিস্তার রোধের পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হবে। বিদ্যমান চিকিৎসা পদ্ধতিতেও এইচআইভি ভাইরাসের অস্বাভাবিক বংশবিস্তার রোধ করা যায় না। এই আবিষ্কারের ফলে হয়তো এইচআইভি ভাইরাসে আক্রান্ত মানুষকে এইডস এ আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হয়ে উঠবে এবং তাকে আজীবনই এই ভাইরাস শরীরে বহন করতে হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.