এম এ আই সজিব ॥ গতকাল সকাল ১১টার হবিগঞ্জ সদর থানার সামনে এস.আই কৈশিকের নেতৃত্বে চেক পোষ্ট বসিয়ে মোটর সাইকেল সিএনজি ও টমটমের কাগজপত্র তলাশি করা হয়। এসময় প্রায় অর্ধশতাদিক মোটর সাইকেল আটক করা হয়। পরে যাছাই বাছাই করে ৪টি মোটর সাইকেলকে মামলা দেওয়া হয়। অন্যগুলোর কাগজপত্র সঠিক থাকায় চেরে দেওয়া হয়।
Leave a Reply