,

ইনজুরিতে বাদ রিয়াদ জায়গা পেলেন নাসির

সময় ডেস্ক ॥ ইনজুরি কবলে পড়ে বাংলাদেশ-ভারত সিরিজ থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার অনুশীলন করতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে আঘাত পাওয়ায় ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। পরীক্ষায় দেখা গেছে তার বাঁ হাতের তর্জনীতে চিড় ধরেছে। এ কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিসিবি সূত্র খবরটি নিশ্চিত করেছে। বিসিবি সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহর দল থেকে ছিটকে যাওয়ায় তার বদলি খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেনকে। এদিকে, একই দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উল্লেখ্য, গত বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ছিলেন না নাসির হোসেন। আগামী ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.