,

বাংলাদেশ-ভারত টেস্টে ড্রয়ের দিকেই ঝুঁকছে ॥

সময় ডেস্ক ॥ ফতুল্লা টেস্টের শেষ তিন দিনের ম্যাচ রিপোর্টে এই কথাটা বারবার চলে আসছেই? প্রথম দিনে বৃষ্টির জন্য ফ্লাড-লাইটে খেলা চলেছে? দ্বিতীয় দিনে বৃষ্টির বদান্যতায় একটি বলও গড়ায়নি? তৃতীয় দিনেও বৃষ্টির জন্য পুরো সময় খেলা হল না? শেষ তিনদিনই মোটামুটি ভারতই ব্যাট করে চলেছে? গত শুক্রবার মুরলী বিজয়ের ১৫০ ও অজিঙ্ক রাহানের ৯৮ রানের সুবাদে ভারত ছ’উইকেট হারিয়ে ৪৬২ রান তুলেছে স্কোরবোর্ডে? গত শুক্রবার বৃষ্টির জন্য লাঞ্চের দেড় ঘণ্টা পর খেলা শুরু হয়? এদিন মাত্র ৪৭ ওভার খেলা হওয়ার পরেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়? দিনের শুরুতেই মুরলী বিজয় কাক্ষিত সেঞ্চুরিটা করে ফেলেন? কেরিয়ারের ছ’নম্বর টেস্ট সেঞ্চুরিটা চলে এল তাঁর? কিন্তু এরপর সাকিব আল হাসান দুরন্ত ফর্মে থাকা শিখর ধাওয়ানকে ১৭৩ রানে প্যাভিলিয়নে ফেরান? এরপর মাত্র ছ’রানেই রোহিত শর্মাকেও আউট করে দেন সাকিব? শিখর-রোহিতরা আউট হওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক বিরাট কোহলি? ২২ বলে ১৪ রান করে জুবের হোসেনের বলে বোল্ড হয়ে যান তিনি? কিন্তু টাইগারদের গর্জন থামানোর জন্য ব্যাট ধরেন বিজয়-রাহানে? বিজয় ১৫০ রান করে আউট হয়ে যান? ২৭২ বলে ১৫০ রান করেন বিজয়? বারোটি চার ও একটি ছয় মারেন তিনি? বিজয় আউট হওয়ার পর ঋদ্ধিমান সাহাও জুবেরের গুগলি বুঝতে না-পেরে ছ’রানে উইকেট দিয়ে আসেন? বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে সাকিবের চতুর্থ উইকেটের শিকার হন রাহানে? দুর্ভাগ্যবশত মাত্র দু’রানের জন্যই রাহানেকে সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়? রাহানের ১০৩ বলের ৯৮ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চারের সাহায্যে। শেষ তিনদিনের খেলা দেখে মনে হচ্ছে এই ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.