,

তীরে এসে তরী ডুবাল পেরু : ব্রাজিল ২-১ পেরু

সময় ডেস্ক ॥ ফেবারিট হিসেবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল কার্লোস দুঙ্গার শিষ্যরা। খেলার তিন মিনিটের মাথায় পেরুর আক্রমণ ভাগের খেলোয়াড় কিউবা ব্রাজিলের জালে গোল পাঠিয়ে উৎসবে মেতে উঠে। এর রেশ কাটতে না কাটতেই ৫ মিনিটের মাথায় দানিয়েল আলভেজের পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। হাফটাইম পর্যন্ত আর কোন দলই গোলের দেখা পায়নি। এরপর নির্ধারিত সময়ের শেষ (৯০) মিনিটে ডগলাস কস্টা ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন। শেষ সময়ে এসে পেরু আর গোল শোধ করতে সক্ষম হয়নি। ফলে শেষ পর্যন্ত ব্রাজিল (২-১) ব্যবধানের ফুল পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। কোপা আমেরিকার ৪৪তম আসরে পেরুর বিপক্ষে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় মাঠে নামে ব্রাজিল। বিশ্বকাপের পর থেকে ব্রাজিলিয়ান কোচ দুঙ্গার শিষ্যরা কোনো ম্যাচ হারেনি। শেষ ৫টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে শেষ ৫ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে পেরু। আর ৫ বারের মুখোমুখিতে ব্রাজিল ৩ বার জয় পেয়েছে। তবে, নেইমার বাহিনীকে জমজমাট এ টুর্নামেন্টের মিশন শুরুর আগে শুনতে হচ্ছে গত বিশ্বকাপে স্বাগতিক হওয়ার পরও জার্মানির বিপক্ষে ৭-১ গোলের হতাশার ম্যাচটির গল্প। সে হতাশা কাটিয়ে উঠা সেলেকাওরা নিজেদের পরের দশটি ম্যাচের দশটিতেই জয় পেয়েছে। এ ম্যাচে নামার আগে সেলেকাওরা পাচ্ছে না মাঝমাঠের ভরসা অস্কার ও লুইস গুস্তাভোকে। দলে নেই রিয়াল মাদ্রিদের তারকা মার্সেলো। চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের এ তিন তারকা। বিশ্বকাপের পর দুঙ্গার অধীনে ব্রাজিল হারিয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, জাপান, চিলি, মেক্সিকো, ফ্রান্সের মতো দলকে। এ ম্যাচে নামার আগে সেলেকাওরা পাচ্ছে না মাঝমাঠের ভরসা অস্কার ও লুইস গুস্তাভোকে। দলে নেই রিয়াল মাদ্রিদের তারকা মার্সেলো। চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের এ তিন তারকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.