,

চুনারুঘাটে বিদায়ী সংবর্ধনা সভায় জেলা প্রশাসক যতদিন বেচে থাকব হবিগঞ্জবাসীকে মনে রাখব

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন আমি মুখে যা বলি অন্তেরও তা বলি এবং তা করার চেষ্টা করি। আমি দূর্নীতি করি না, দূর্নীতিকে প্রশ্রয় দেয়নি। এজন্য যদি কেউ আমার উপর বিরক্ত হন তাতে আমার কিছুই আসে যায় না। চুনারুঘাট তথা হবিগঞ্জের কোন উন্নয়নে যদি আমাকে প্রয়োজন মনে করেন আমাকে ডাকবেন আমি আসব। হবিগঞ্জ জেলায় আমি প্রথম জেলা প্রশাসক হিসেবে যোগদান করি তাই সারা জীবন আমার অন্তরে হবিগঞ্জের মাটি ও মানুষের কথা লেখা থাকবে। এভাবেই সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনায় বিদায়ী জেলা প্রশাসক জয়নাল আবেদীন উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীরের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তন্ময় ইসলাম, টিএচইও ডাঃ দেবাশীস দেবনাথ, ওসি (তদন্ত) ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরুল ইসলাম পাঠোয়ারী, ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, আইয়ুব আলী তালুকাদর, আবু সালেহ মোঃ শফিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, সাংবাদিক হাছান আলী, বামাকার সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন, প্রথম সেবা’র ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার আলাউদ্দিন ও আঃ হাই প্রিন্স প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.