,

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এমপি এম.এ মুনিম চেীধুরী বাবুকে “বাংলার তারকা পদক প্রদান”

স্টাফ রিপোটার ॥ জাতীয় কাব্য কতা সাহিত্য পরিষদ গত ১৫ জুন ২০১৫ ইং সোমবার ঢাকা গুলিস্থান জাতীয় গ্রন্থ কেন্দ্র মিলনায়তনে জাতীয় সাহিত্য উৎসবে এক বর্ণাঢ্য অনুষ্টানে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ জেলার জাতীয় পার্টির সভাপতি ও নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চেীধুরী বাবুকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এই জাতীয় সাহিত্য উৎসবে তাকে ”বাংলার তারকা পদক” প্রদান করা হয়েছে। অনুষ্টানে প্রফেসর মোঃ নজরুল ইসলাম তামিজির সভাপতিত্বে ও কাব্য কথা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও উৎসব কমিটির আহবায়ক কবি জালাল খান ইউসুফীর পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সাহিত্য উৎসবে মাননীয়, রেল মন্ত্রী মুজিবুল হক এম পি, অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবি কাজী রুজি এম পি, কথা সাহিত্যক মঈনুদ্দিন কাজল, কবি নাসির আহমেদ, ছড়াকার সিরাজুল ফরিদ, কবি সরকার মাহমুদ, প্রকৃতজ সামীম রুমি, উপন্যাসিক সুফিয়া বেগম, ছড়াকার খালেক বিন জয়েন, ছড়াকার রহিম সাহা, কবী মোফাজ্জল সামস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি স. ম. সামসুল আলম, ছড়াকার এম,আর মঞ্জু, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, ডাঃ শাহ আবুল খায়ের, সাংবাদিক আহমেদ আবুল কালাম , মোঃ ফজলুল হক মিলন ও এডঃ আবাদুল বাছেত প্রমুখ। এছাড়া উক্ত জাতীয় উৎসবে নবীগঞ্জে আরো তিন জনকে বিভিন্ন বিষয়ে পদক প্রদান করা হয়েছে। এরই মধ্যে সাংবাদিকতায় ও সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রাখায় নাট্যকার ও গীতিকার নবীগঞ্জের ইনাতগঞ্জ উজ্জীবন শিল্পী গোষ্ঠীর সভাপতি আহমদ আবুল কালামকে ”জাতীয় সাহিত্য পদক” ডাঃ শাহ আবুল খায়ের কে ”তারকা পদক” ও মোঃ নজরুল ইসলামকে ”তারকা পদক” প্রদান করা হয়েছে। অনুষ্টানে পুথিঃ পাঠ করেন শিল্পী হাকিম হেলাল খাঁন। এ জাতীয় সাহিত্য উৎসবে সারা বাংলাদেশে ৩১ জনকে বিভিন্ন বিষয়ে এ্যওয়ার্ড প্রদান করা হয়েছে। মোঃ আব্দুল মুনিম চেীধুরী বাবু ৫দিনের সরকারী সফরে সিঙ্গাপুরে থাকায় অনুষ্টানে তার পক্ষে ”বাংলার তারকা পদকটি” গ্রহণ করেন সাংবাদিক আহমেদ আবুল কালাম। পদকটি প্রদান করেন আনুষ্টানের প্রধান অতিথি মাননীয় রেল মন্ত্রী মুজিবুল হক এমপি । সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে বাংলাদেশ বেতার ও টিভির শিল্পীরা সংঙ্গীত পরিবেশন করেন।সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়
এমপি এম.এ মুনিম চেীধুরী বাবুকে
“বাংলার তারকা পদক প্রদান”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.