/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ হবিগঞ্জ শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ॥ ক্রেতারা হতাশ

,

হবিগঞ্জ শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ॥ ক্রেতারা হতাশ

এম এ আই সজিব ॥ হবিগঞ্জে রোজার প্রথম দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বমূখি বাজারে ক্রেতাদের ভিড়। মনিটরিং কার্যকম না থাকায় লাগামহীন হয়ে পড়েছে বাজার। পবিত্র রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা। অধিক মোনাফা লোভী ব্যবসায়ীরা কেজিতে ৫ থেকে ২০ টাকার বেশি দাম বাড়িয়ে বিক্রি করছেন। ফলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বাজার । মূল্য বৃদ্ধি হয়ায় ভোক্তাদের মাঝে দেখা দিয়েছে হতাশা।
সরজমিনে হবিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখ যায় পেয়াজ প্রতি কেজি ২৮ টাকা থেকে বাড়িয়ে ৩৮ টাকা. মশুর ৮৫ টাকা, আদা ৭০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা, কাচাঁ মরিচ ৪০ টাকা থেকে ৬০টাকা, শসা ২০ টাকা থেকে ৪০ টাকা, মুরগ ১৪০ থেকে ১৬০ টাকা, ছানা ৬০ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধি হয়ায় ক্রেতা-বিক্রেতার মাঝে টানটান বাকবিতন্ডা চলছে। মুরগ ব্যবসায়ী শহিদ মিয়া জানান, অন্যান্য দিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেছি ৫০ থেকে ৬০টি মুরগ, প্রথম রোজার দিনে সারা দিনে বিক্রি করেছি ২৫০টি। নিত্যদিনের চেয়ে কয়েকগুন চাহিদা বেড়ে যাওয়ায় খামারগুলোতে মুরগের সংকট দেখা দিয়েছে। আমরা বাহির থেকে বেশি মূল্যে কিনে আনতে হয় তাই কিছুটা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.