প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু পরিষদ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুন মঙ্গঁলবার বিকেলে স্থানীয় আউশকান্দি বাজারে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ দুলাল চৌধুরী’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রঞ্জু দেবের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আব্দুল মুহিত দুলু, শাহ মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক জুর্তিময় দাশ, সাংগঠনিক সম্পাদক লিটন দাশ, ইউ/পি নেতা মোঃ আব্দুল কাদির, সৈয়দ জুনাইদ আলী,রশিদ মিয়া, তোফাজ্জুল হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ। পরে কর্মী সভায় সর্বসম্মতি ক্রমে মোঃ আব্দুল কাদির মিয়াকে সভাপতি, রশিদ মিয়াকে সহ-সভাপতি, সৈয়দ জুনাইদ আলীকে সাধারণ সম্পাদক ও তোফাজ্জুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ্য বঙ্গবন্ধু পরিষদ ৫নং আউশকান্দি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
Leave a Reply