,

আলোচিত বাবুলের আরো অজানা কাহিনী যেভাবে ধর্ষিতা হয় স্বর্ণালী

স্টাফ রিপোটার ॥ শায়েস্থাগঞ্জের আলোচিত জ্বীনের বাদশা বাবুল চিশতী ওরফে রবি চিশতী (৩৫) কে কারাগারে যাওয়ার পর তার বিভিন্ন অপকর্মের কাহিনী বেরিয়ে এসেছে। কিভাবে ধর্ষিতা ওই গৃহবধু তার কাছে এসেছে এই কাহিনী জানা গেছে। ওই গৃহবধুর বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বরামপুর গ্রামে। সে ধর্মান্বরিত হয়ে ময়মনসিংহ জেলার গৌরিপুর গ্রামের এক যুবককে বিয়ে করে। ওই গৃহবধুর নাম স্বর্ণালী। তার স্বামীর নাম ছিদ্দিক আলী। সম্প্রতি স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী বাসা থেকে নিখোঁজ হয়। তার খোঁজে স্বর্ণালী সিলেট হযরত শাহজালাল (র) এর মাজারে আসে তার স্বামীকে খুজে পাবার আশায়। সেখানে জ্বীনের বাদশা বাবুলের নিয়োজিত দালাল জামাল মিয়া নামে এক যুবকের সাথে পরিচয় হয়। সে স্বর্ণালীকে জানায়, আপনি যদি জ্বীনের বাদশা বাবুল চিশতীর কাছে জান, তাহলে ২৪ ঘন্টার ভেতরে আপনার মনের বাসনা পুরণ হবে এবং তার স্বামী ফিরে আসবে। এমন কথা বলে ওই দালাল একটি কার্ড দেয়। ওই কার্ড নিয়ে সম্প্রতি সে শায়েস্থাগঞ্জের জগন্নাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র জ্বীনের বাদশা বাবুল চিশতীর কাছে আসে। তখন বাবুল তার আন্ডারগ্রাউন্ড ঘরে নিয়ে স্বর্ণালীকে বলে তোমার শরীরে জ্বীনের আছর আছে। সারাতে হবে। এ কথা বলে তার কাপড় ছোপড় খুলে ঝাড় ফুকঁ শুরু করে এবং চুপ থাকতে বলে। এক পর্যায়ে বাবুল ধর্ষণ করে এবং বলে এ কথা কাউকে বললে তার বংশ নিরবংশ হয়ে যাবে। তোর স্বামী ২৪ ঘন্টার ভিতর ফিরে আসবে। বিষয়টি শায়েস্থাগঞ্জ থানায় জানালে পুলিশ বাবুলকে গ্রেফতার করে এবং তার ব্যবহৃত আড়াই লাখ টাকা দামে মোটর সাইকেলটি আটক করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.