,

শায়েস্থাগঞ্জের আলোচিত জ্বীনের বাদশা বাবুলের মাদকের আস্তানার সন্ধান ॥

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্থাগঞ্জের আলোচিত জ্বীনের বাদশা বাবুল চিশতী (৩৫) এর একে একে আরো অপকর্মের কাহীনি বেড়িয়ে আসতে শুরু করেছে। সে ভন্ড কবিরাজ ও জ্বীনের বাদশার পাশাপাশি মাদক ব্যবসায়ও জড়িয়ে পরেছে। যা কেউ কোন দিন জানতে পারেনি। তার ৩য় স্ত্রী চাঁন্দুরা গ্রামের মাদক ব্যবসায়ী মমতাজ বেগম (৩০) এর ২০১৩ সালে মমতাজের স¦ামী সুরুজ আলী র‌্যাবের হাতে আটক হয়ে কারাগারে যায়। এই সুযোগে মমতাজের সাথে বাবুল সখ্যতা ঘরে তুলে। আর এই সুযোগ কাজে লাগিয়ে সুন্দরী মমতাজকে প্রেমের ফাদে পেলে বি-বাড়িয়া কোর্টে এডভোকেট আলিম হোসেনের মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। আর বিয়ে পর থেকেই তাকে নিয়ে শুরু করে বাবুল মাদক ব্যবসা। আখাউড়া সীমান্ত দিয়ে ফেনসিডিল, যৌন উত্তেজক ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক মমতাজ কৌশলে শায়েস্থাগঞ্জে নিয়ে আসত । আর বাবুল শায়েস্থাগঞ্জে মাদককের আস্তানা ঘরে তুলে। আর এ আস্তানায় যুবক যুবতীরা অসামাজিক কার্যকলাপ চালায়। কিন্তু বাবুলের খদ্দেররা এসব ব্যবসা করলেও সে থাকত লোকচক্ষুর আড়ালে। শুধু তার যায়গায় থাকত খদ্দের ও দালাদের নাম। বাবুল শায়েস্থাগঞ্জ জগন্নাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দীনের পুত্র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.