,

হবিগঞ্জ আদালত পাড়ায় পকেটমাররা সক্রিয় ॥ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ আদালতপাড়ায় মজমা বসানোর নামে পকেটমাররা সক্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছ। গতকাল রবিবার মজমার আসর থেকে বিচারপ্রার্থী জাকারিয়ার কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় পকেটমারদের গডফাদার মাসুম মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে মোহনপুর এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র। বিচারপ্রার্থীরা জানায় দীর্ঘদিন ধরে কয়েকজন মজমাবাজ মজমা বসিয়ে লোকজন জড়ো করে। এ ফাকেঁই তাদের সহযোগিতায় পকেটমাররা টাকা পয়সা হাতিয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মজমাবাজ জানায়, পকেটমাররা তাদেরকে কমিশন দেয়। তাই তারা তাদেরকে সহযোগিতা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.