,

ভারতীয় ক্রিকেটারদের ভদ্রতা শেখার পরামর্শ দিলেন আসিফ

সময় ডেস্ক ॥ সারাদেশে এখন একটাই উত্তেজনা আর তা হলো বাংলাদেশ বনাম ভারতের সঙ্গে চলমান ক্রিকেট সিরিজ। গত রোববার বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট সিরিজ নিয়ে লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ফেসবুক থেকে পাওয়া লেখাটি পাঠকের জন্য উপস্থাপিত হলো- আস্থার প্রতিদান দিলো তারুণ্য । এই তারুণ্যই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে । তেতাল্লিশ বছরের জঞ্জাল সরাতে প্রস্তুত আমাদের তরুণ প্রজন্ম। আমরা ঘোলা পানিতে বেড়ে উঠলেও তরুণ প্রজন্মের চোখে শুধুই স্বচ্ছ নীল জলরাশি। তাইতো গেয়ে যাই তারুণ্যের গান। বিদ্রোহী কবির সান্নিধ্য পেলে অনুরোধ করতাম কবিতাটি একটু ঘুরিয়ে উপস্থাপন করার জন্য- ‘হে তারুণ্য-তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়াছো পতাকার সম্মান’। মোস্তাফিজ বনাম ভারতের সিরিজে পরিস্কার জয় পেয়েছে বাচ্চা বাঘ মোস্তাফিজ। টাইগারদের সরদার কাপ্তান মাশরাফি তো বলেই দিয়েছে-ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে । মুশফিক, তামিম, সাকিব, সৌম্য, লিটন দাশ, নাসির, সাব্বির, রুবেল, তাসকিন, মোস্তাফিজ প্রমান করেছে তারাই সেরা। আমরা অবাক বিস্ময়ে হাসি-কাঁদি। বাংলাদেশের মানুষ অতিথি পরায়ন। উষ্ণ সরল আতিথেয়তা প্রদান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এই সরলতাকে দুর্বলতা ভাবলে অতিথি হবে সীমালঙ্ঘনকারী । ক্রিকেট ভদ্রলোকের খেলা। ভারতীয় ক্রিকেটারদের যোগ ব্যায়ামের পরিবর্তে ভদ্রতার প্রশিক্ষন নেয়া দরকার। যুগে যুগে দাম্ভিকতার রেকর্ড শুধুই পতনের। আজো বাংলাদেশ ভারতে খেলার আমন্ত্রন পায়নি। এতোদিন দাওয়াত চেয়েছি, এখন প্রতিশোধ নিতে হলেও দাওয়াত দিতে বাধ্য থাকবে। ছেলেরা প্রস্তুত। অভিনন্দন টীম বাংলাদেশ। কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা। নির্বাচকদের জন্য অফুরন্ত ভালোবাসা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ের বিভিন্ন রকম অনুভুতি একই স্রোতে গিয়ে মিশেছে। সাব্বাশ বাংলাদেশ। দৃষ্টি প্রসারিত শুধুই অসীমের দিকে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.